শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জেলা পুলিশ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ফুট পেট্রলিং ও পৌরশহর জুড়ে নিরাপত্তা টহল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শেরপুর পৌরশহরের থানা মোড় হতে কলেজ মোড় পর্যন্ত ও খোয়ারপাড় এলাকায় শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ফুট পেট্রলিং অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে শেরপুর শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সরজমিনে পরিদর্শন ও ডিউটিরত পুলিশ সদস্যদের করণীয় বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, ওসি ডিবি জনাব নাইম মোহাম্মদ নাহিদ হাসান-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ