নরসিংদী কারাগারে হামলার ঘটনায় সরাসরি জড়িত মো. আরিফুল ইসলাম ও মো. শফিক নামের দুজনকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) শিবপুর উপজেলার কারারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতাররা জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের পর সেসব অস্ত্র দিয়ে পুলিশের ওপর গুলি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃতরা হলেন: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কামারগাঁও গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও নরসিংদী সদরের টাউয়াদী এলাকার ভাড়াটিয়া মো. আরিফুল ইসলাম (২১) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফেরাইজাকান্দি এলাকার মরম আলীর ছেলে মো. শফিক (২৪)।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :