মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ এ স্লোগান`কে সামনে রেখে খাগড়াছড়িতে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যােগে আয়োজিত মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি পৌর টাউন হল থেকে বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী`র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
সভায় প্রধান অতিথি বলেন, মাদক তরুণ প্রজন্মের ধংসের হাতিয়ার। যা সামাজিক ব্যাধি, এ ব্যাধি থেকে সমাজ ও তরুনদের রক্ষা করা সকলের দায়িত্ব। একটা জাতির মেধাশক্তিকে ধংস করে দেয় এ মাদক সেবন। তাই মাদককে না বলুন, সুস্থ সবল জীবন গড়তে মাদকে সেবন পরিহার করতে হবে। স্মার্ট জাতি বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে তরুণ প্রজন্ম ও সমাজ তথা রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তোলার কোন বিকল্প নেই।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এ.কে. এম. দিদারুল আলম সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :