AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বিদ্যুৎ গ্রাহকদের ঝাড়ু মিছিল


বাউফলে বিদ্যুৎ গ্রাহকদের ঝাড়ু মিছিল

পটুয়াখালী জেলার বাউফলে অতিরিক্ত বিল আদায়, লোডশেডিং ও লো ভোল্টেজসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্যুৎ গ্রাহকরা ঝাড়ূ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের মূল ফটকের সামনে অর্ধশতাধিক গ্রাহক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকমাস ধরে বাউফলে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং ও লোভোল্টেজের কারণে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দিয়ে বন্ধ রাখা হয় বিদ্যুত সরবরাহ। বিদ্যুত থাকলেও বৈদ্যুতিক পাখা ঘোড়ে না। এ অবস্থায় মাস শেষে বিলের অংক দেখে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের ইউনিট যোগ বিয়োগে রয়েছে অনেক ফাঁড়াক দেখা যায়। মিটার রিডিং না দেখে বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।

একাধিক গ্রাহক সাংবাদিকদের জানান, হয়রানী বন্ধের জন্য বিদ্যুৎ অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ব্যবহার করেন। কোনো সমাধান না দিয়ে জরিমানার ভয় দেখিয়ে মনগড়া বিল আদায় করেন। এ কারু মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। গ্রাহকদের হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

বাউফল পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মজিবুর রহমান চৌধুরি বলেন, যেসকল গ্রাহকের বিল নিয়ে অভিযোগ আছে সেগুলো আগামী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। আর লোডশেডিং লোভোল্টেজের  জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!