ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগ। রোববার (৭ জুলাই) বিকালে স্থানীয় বাজার চত্বরে এ সমাবেশ করেন দলটি।
এরপর মিছিলটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে কোটচাঁদপুর বাজার চত্বরে সমাবেশে এসে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বর্তমান জেলা স্বেচ্ছা- সেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি প্রদীপ সাহা, সাবেক উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ শাহিন, ছাত্রলীগ নেতা রুবায়েত ইসলাম রাহুল।
এসময় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশ স্থল । নেতাকর্মীরা বলেন, সাইদুল করিম মিন্টুর মুক্তি না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন। থাকবেন রাজপথে। এরপর ও যদি তাকে মুক্তি না দেয়া হয়, তাহলে এর থেকে কঠোর আন্দোলনের হুসিয়ারিও দেন তারা।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :