পটুয়াখালীর দুমকীতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসত ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার জলিশা গ্রামে সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বাড়ির পূর্ব ভিটিতে হাবিবের ঘরে অভিযান চালিয়ে চেয়ারম্যানের নিজের রাখা চাল উদ্ধার করেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ।
ইউপি চেয়ারম্যান জানান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি। পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায়।
একুশে সংবাদ/যু/হা.কা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

