AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে জিপিএ ফাইভ ‌ও বিসিএস থেকে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত


ফরিদপুরে জিপিএ ফাইভ ‌ও বিসিএস থেকে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা স্কুলে এসএসসি ২০২৪-এর জিপিএ ফাইভ ‌ও ৪১তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন সকাল সাড়ে দশটায় এ উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে এক‌ আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ‌মোঃ হাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার‌ মোর্শেদ আলম, জেলা শিক্ষা অফিসার  বিষ্ণুপদ ঘোষাল, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষক স্বপন কুমার ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় শিক্ষক নুর ইসলাম কাজল।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্রদের মধ্যে উপদেশমূলক বক্তব্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছে আগামীতে তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানানো হয়।

বক্তারা বলেন, এখন থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে হবে এবং আগামীতে এগোতে হবে। তারা বলেন স্বপ্নকে সফল করতে হলে লেগে থাকতে হবে।

হতাশ হওয়া যাবে না। ভালো সময় আসবে ঐ সময়কে কাজে লাগাতে হবে। তাহলে জীবনে উন্নতি করা সম্ভব। পাশাপাশি দেশকে ভালবাসতে হবে দেশের মানুষকে ভালবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে এবং অভিভাবকদেরও ভালোবাসতে হবে তাহলে জীবন উন্নতি হবেই।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন ৪ শিক্ষার্থী নেয়ামত আলী খান, শুভ্র দেব মন্ডল, কুন্তল বিশ্বাস, তাজবীদুল ইসলাম ইসকেন ৪১তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

এ বিদ্যালয় থেকে মোট ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ লাভ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

 


একুশে সংবাদ/ এসএডি
 

Link copied!