AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল কুড়িগ্রামের সুমন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৫:০৮ পিএম, ২৯ জুন, ২০২৪
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল কুড়িগ্রামের সুমন

বাংলাদেশের হয়ে বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায় বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ টপ টেনের ৮ম স্থান অধিকার করায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের (কারাতে) স্বর্ণপদক প্রাপ্ত কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন।

শুক্রবার (২৯ জুন) বিকাল ৫টায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ আয়োজনে নেপালের রাজধানী কাঠমান্ডুর অলফত থামেল পাঁচ তারকা হোটেলে এই নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা, সচিব, বিচারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক ও সাংবাদিক এবং ৮টি দেশের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত ৮০ জন বিশেষ ব্যক্তিবর্গ।

এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জনের পর, বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায় বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ টপ টেনের ৮ম স্থান অধিকার করায় সেখানে সুমনকে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিরা।

সুমন বাংলাদেশের পক্ষে ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণ পদক অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভূষিত হন। ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিস চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ অংশ গ্রহণ করে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৩ সালের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণ পদক অর্জন করে বর্তমানে ওয়ার্ল্ড রাঙ্কিং এ টপ টেনের ৮ম অবস্থানে অবস্থান করছেন। ইভেন্টে, খেলাধুলা এশিয়া বিশেষ অবদানের জন্য সুমনকে এই পুরষ্কার চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!