AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমতলীতে গ্যাস ট্যাবলেট দিয়ে দূর্বৃত্তদের মাছ নিধন


আমতলীতে গ্যাস ট্যাবলেট দিয়ে দূর্বৃত্তদের মাছ নিধন

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের জালাল ফকিরের পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জুন) রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানান মৎস্যচাষী জালাল ফকির।

শনিবার (২২ জুন) সকালে পুকুরের পাশের বাড়ীর কুদ্দুস হাং নামে এক ব্যক্তি হাঁস নিয়ে বিলে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষী জালাল ফকিরকে জানান।

ভুক্তভোগী মৎস্যচাষী জালাল ফকির জানান, কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে তার এ ক্ষতি করে। এতে পুকুরে থাকা ২০/২৫ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

জানা যায়, চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্যচাষী মোঃ জালাল ফকিরের নিজ বাড়ির পাশে প্রায় ১০ শতক জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা পাঙ্গাস ব্রিগেড, সিলভার কাপ, শিংগ, রুই কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।

মৎস্যচাষী জালাল ফকির বলেন, রাতে দূর্বৃত্তরা তার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে এতে ২০ /২৫ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমার ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।

আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয় এখনো কোন অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ফে.র

Link copied!