জামালপুর জেলার মেলান্দহে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জান্নাতুল শারমিন নামে এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর টু দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
পুলিশ জানায়, জামালপুর দিক থেকে আসা সিএনজিটি মালঞ্চ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জান্নাতুল শারমীনের মৃত্যু হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাইভেটকার ও সিএনজি আটক আছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/আ.টি/সা.আ
আপনার মতামত লিখুন :