AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৭:০৭ পিএম, ৭ জুন, ২০২৪

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রাম জেলার আনোয়ারায় একই স্থানে কর্মসূচি পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। শুক্রবার (৭ জুন) বিকালে উপজেলা সেন্টার নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছিল আওয়ামী লীগের একটি গ্রুপ।একইস্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগের আরেকটি পক্ষ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাশাপাশি গ্রেফতার কিংবা আইনি কোনো পদক্ষেপ এখনও নেয়া হয়নি।

 

একুশে সংবাদ/য.টি/সা.আ

Link copied!