কুমিল্লার তিতাস উপজেলায় ছয়টি মামলার আসামি রবিউল নামে এক ব্যক্তিকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রবিউল মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
তিতাস থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম সোমবার সন্ধ্যায় দুধঘাটা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় রবিউলের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জানা যায়, তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, “আটক রবিউলের বিরুদ্ধে থানায় ডাকাতি ও মাদকের ছয়টি মামলা রয়েছে। তাকে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে