মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন। এতে বক্তব্য রাখেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, পদ্মাসেতু (উত্তর) থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেবী নাজনীন সোহানা, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মোশারফ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস. এম. খোমেনী।
সভায় বক্তারা মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ নিরসন, ডহরি-তালতলা খালে অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধ, চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ অভিযান জোরদার, ডহরি-তালতলা খালে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজি বন্ধ, নদীভাঙন রোধে পদ্মা নদী তীর ও ডহরি খালে জিও ব্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তা, স্থানীয় বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং হাড়িদিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় মাদক কারবার প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে