AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিদেশে আটকে মুক্তিপন দাবি

রাজবাড়ী আদালতে দুইজনের বিরুদ্ধে মানবপাচার মামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৪:২৮ পিএম, ৩ জুন, ২০২৪

রাজবাড়ী আদালতে দুইজনের বিরুদ্ধে মানবপাচার মামলা

ইরাক পাঠানোর নাম করে দুবাইয়ে নিয়ে আটকে রেখে ৫ লাখ্ষ টাকা মুক্তিপন দাবি করায় রাজবাড়ী মানবপাচার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে মামলা করেছেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা গ্রামের মৃত খালেক খার স্ত্রী আকলিমা। মামলার আসামিরা হলেন- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আইয়ুব সেখের স্ত্রী লাইলী বেগম (৪৭) ও মৃত গেজন সরদারের ছেলে মো. আফসার (৫০)।

মামলার বাদী আকলিমা জানান, তার ছেলে আক্কাস আলী বেকার থাকার কারণে বিদেশ পাঠাতে চান। লাইলী বেগমের স্বামী আইয়ুব সেখ ইরাকে থাকেন। এ কারণে তাদের কথায় বিশ্বাস করে দেড় লাখ টাকা বেতনে ৬ লাখ টাকার চুক্তিতে ইরাকে পাঠাতে রাজি হন। এনজিও থেকে ঋণ ও বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার করে গতবছরের ১০ অক্টোবর ৬ লাখ টাকা প্রদান করা হয়। পরে গত ১ জানুয়ারি আক্কাস আলীকে ইরাক দেশের ভিসার কথা বলে ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যান। কিন্তু ইরাকে না পাঠিয়ে দুবাই নিয়ে আক্কাস আলীকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ছেলের জীবন নাশের আশঙ্কায় গত ৩১ মে ৪০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। লাইলী বেগম ও আফসার ৬ লাখ টাকা গ্রহণ করার পরও দুবাইয়ে আটকে রেখে বিভিন্ন ধরণের মানসিক ও শারীরিক নির্যাতন করেছে।

বাদীপক্ষের আইনজীবি মো. মাহবুব রহমান বলেন, মানবপাচার মামলাটি আমলে নিয়ে বিচারক মো. সাব্বির ফয়েজ পিবিআইকে তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

একুশে সংবাদ/জ.ই.জে/সা.আ

Link copied!