পাবনার ভাঙ্গুড়ায় সাব-রেজিস্টারের এজলাসে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে সরোয়ার হোসেন পিন্টু (৫২) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) বিকেলে উপজেলা সাব-রেজিস্টার অফিসে এ ঘটনা ঘটে। পিন্টু উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের খবির উদ্দিন খানের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ভাঙ্গুড়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির দলিল সম্পাদনের জন্য বুধবার বেলা তিনটার দিকে সাব-রেজিস্টারের এজলাসে যান দলিল লেখক পিন্টু।
এসময় প্রচন্ড গরমে এজলাসের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

