AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে হজ ফ্লাইট বাতিল, ঢাকায় পাঠানো হলো ৩১৭ হজযাত্রী


চট্টগ্রামে হজ ফ্লাইট বাতিল, ঢাকায় পাঠানো হলো ৩১৭ হজযাত্রী

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম থেকে সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরগামী বিমানের বাংলাদেশের ফ্লাইট বিজি-১৩৫ বৈরী আবহাওয়ার কারণে ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে তাদেরকে পাঠানো হয়েছে ঢাকায়।

রোববার (২৬ মে) বাংলাদেশের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশের বাতিল হওয়া ফ্লাইটে মোট ৩২০ জন যাত্রী চট্টগ্রাম থেকে যাওয়ার কথা ছিল। তাদের মধ্যে ৩১৭ জনই ছিলেন হজযাত্রী। সবাইকে বাসযোগে ঢাকায় পাঠানো হয়েছে। তারা ঢাকা বিমানবন্দরে পৌঁছে রিপোর্ট করার পর ফ্লাইট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হবে বলেছে।

 

একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা

Link copied!