AB Bank
ঢাকা রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ জেলার ভৈরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইস্পাহানী মিয়া (৪৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আলিম সরকারের বাড়ির পিছনে লায়েছ মিয়ার ৭ তলা বিল্ডিং এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইস্পাহানী মিয়া শহরের চন্ডিবের আইভি রহমান চত্বর এলাকার শরিয়ত উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লায়েছ মিয়ার বিল্ডিংয়ের ৭ম তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে,পরে স্বজনরা তাকে  কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ভবনটির পাশের মাদ্রাসার ছাত্র হৃদয় মিয়া বলেন, হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায়।দৌড়ে গিয়ে দেখি সাত তলা ভবনের পাশে একটি টিনসেট ঘরের চাল ভেঙ্গে একজন ব্যক্তি পড়ে আছে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ভবন থেকে পড়ে ইসপাহানী মিয়ার মৃত্যুর খবর শুনেছি। তাৎক্ষখনিক ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!