প্যালেস্টাইনে ইসরায়েলি নৃশংসতা গণহত্যার প্রতিবাদে দেশে দেশে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) বেলা ১১ টার দিকে মুক্তির মোড় শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংহতি সমাবেশে বক্তারা, প্যালেস্টাইনে ইসরায়েলি বর্বরতারকে গণহত্যা অ্যাখ্যায়িত করে স্বাধীনতাকামী ফিলিস্তিনির প্রতি ও আমেরিকাসহ ইউরোপে গড়ে উঠা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানান।
সংগঠনের জেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জান শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলা আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, ভাসানী পরিষদ, নওগাঁর আহবায়ক জাহিদ রাব্বানী রশিদ, ভাসানী ন্যাপের রুবেল সরকার জুয়েল, ছাত্র ফ্রন্টের জীবন সরকার ও নাজমুল হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

