রাজবাড়ীর গোয়ালন্দে `শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা` এই প্রতিপাদ্যে বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে গোয়ালন্দ পৌর শহরের ৭নং ওয়ার্ড ৪নং রেলওয়ে কলোণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম`র সভাপতিত্বে ও বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোনক উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মো. মাহবুব মোর্শেদ রানা, ছাত্র-ছাত্রী ও তাদের শতাধিক ‘মা’ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ