নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৩ দিন পরে স্বপ্না (১৪) নামে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলার বাড়ির পিছনে মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্বপ্না কদমতলী পশ্চিমপাড়া এলাকার মো: দেলোয়ার হোসেনের মেয়ে। সে কদমতলী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নিহতের পিতা দেলোয়ার হোসেন বলেন, ‘গত ৩০ এপ্রিল সকালে স্কুলড্রেস পড়ে স্বপ্না বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাসায় ফিরেনি। অনেক জায়গা খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে স্কুলড্রেস দেখে লাশ সনাক্ত করি। চেহারা বিকৃত হয়ে গেছে। তবে ও আমরই মেয়ে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে আমরা অন্যান্য লোকজন ময়লার স্তুপের কাছে গিয়ে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পাই। তখন বস্তার এক অংশ কেটে ভেতরে একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেই।’
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শওকত জামিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করি। লাশটি কাঁথা দিয়ে মোড়ানো ছিল। গলার ৩ জায়গায় কাটা রয়েছে। লাশে পঁচনও ধরে গেছে। চেহারা দেখে চেনার উপায় নেই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ৩ দিন আগে হত্যা করে লাশ বস্তায় ভরে ওই ময়লার স্তুপের ভেতর রেখে দেওয়া হয়েছে। তাকে কারা কেন হত্যা করেছে তার রহস্য উদঘাটন ও খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।’
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

