সিরাজগঞ্জের তাড়াশে আফসার আলী (৬৫) নামের এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে কৃষক আফসার আলী কাজের জন্য বাড়ি থেকে বের হলে হিটস্টোকে মারা যান তিনি।
সে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত. মাহারম আলীর ছেলে। স্থানীয় লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, দেশের উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় গড় তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
এ দিকে আগামজাতে বোরোধান কাটা শুরু হয়ে যাওয়ায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে পারছে না কৃষক। যার ফলে তারা এসব নির্দেশনা উপেক্ষা করে মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত হয়ে পরেছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

