AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়া থানার আয়োজনে রোববার (৩১ মার্চ) দুপুরে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক পিপিএম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভূইয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, আব্দুছ ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, শহিদুল হক আকন্দ কল্যাণ, নারীনেত্রী জাহানারা রোজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্রোবশ্বশর্মা প্রেসক্লাব সদস্য আশরাফ উদ্দিন ভূইয়া, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া, মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান হলি প্রমুখ। 

ওপেন হাউজ ডে’র মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সাইবার ক্রাইম, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ নানারকম অপরাধ প্রতিরোধে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে এবং বক্তাদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। 

এ সময় তিনি পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি করতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী ও কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক পিপিএমকে বিশেষ নির্দেশনা দেন।     

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!