ফরিদপুরে নির্মাণাধীন ভবন থেকে সাকিব শেখ (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিব সেখ ফরিদপুর কোতোয়ালি থানার পাচ্চর গ্রামের হাশেম শেখের ছেলে।
জানা গেছে কোতোয়ালি থানার ০৩নং ওয়ার্ডের পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ৪র্থ তলার সিলিং ফাঁনের হুকের সাথে উক্ত সাকিব শেখের(১৯), গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেন।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ২৪।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

