AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
০৫:১২ পিএম, ১৯ মার্চ, ২০২৪

ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু

খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ি মারা গেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে জনৈক ওমান্তু ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। মঙ্গলবার সকালে শাশুড়ি চপলা গাইন ধানখেতের বেঁড়িতে সবজি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে তাকে রক্ষায় ছেলের বউ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, ধানখেতে বৈদ্যুতিক সংযোগ থাকায় খেতের বেঁড়িতে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

 


 

Link copied!