ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আমান কিন্ডার গার্টেন এর ২০২৩ ইং সনের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের আমান কিন্ডার গার্টেনের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শাহজাদাপুর দৌলত খান সুপার মার্কেটের স্বত্তাধিকারী আলহাজ্ব দৌলত খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল গ্লোবাল ট্যুরস্ট এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান হানিফ আহমেদ (সবুজ)।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য সহকারী শেখ সাইফুর রহমান জনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান আছমা আক্তার, ২নং ওয়ার্ড মেম্বার শেখ জুয়েল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক রতন বক্স, সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি মোঃ রিমন খান, বিশিষ্ট সমাজ সেবক দুলালুর রহমান দুলাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডার গার্টেন সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শামীম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী ফুয়াদ বিন ফারুকী, দপ্তর সম্পাদক একরাম হোসেন, মহিলা মেম্বার নাজমা, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শ্রী ভরত চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আমান কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মামুন খান, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমান কিন্ডার গার্টেনের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ, গিফট ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে অতিথিবৃন্দরা।
একুশে সংবা/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

