লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে আলু বোঝাই ট্রলিতে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।
রবিবার(২৫ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম ফরিদুল ইসলাম(৩০)। সে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায় রাত ১১ টার দিকে আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলো ফরিদুল। ট্রলিটি সাপ্টিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আলু বোঝাই ট্রলিকে ধাক্কা দেয়। পরে ট্রলটি উল্টে চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর ট্রলি চালকের সহযোগী দূরে ছিটকে পড়ে।
সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপ্টিবাড়ি বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

