গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের এক নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন,“আমি পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আজ ১৫/১১/২০২৫ ইং তারিখ থেকে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সকল পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
আমি দৃঢ়ভাবে জানাচ্ছি—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার বিষয়ে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

