বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ব্যাডস অফ বলিউড ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিরিজে দেখানো এক চরিত্রকে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-এর সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে’র সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ উঠেছে।
এই প্রেক্ষাপটে সমীর ওয়াংখেড়ে শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন।
ওয়াংখেড়ে’র অভিযোগ, সিরিজের ওই চরিত্রটি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে ব্যবহার করা হয়েছে। এতে শুধু তাঁকেই নয়, আইন প্রয়োগকারী সংস্থাকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আবেদনপত্রে উল্লেখ করেছেন— সিরিজটি “মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর”।
প্রসঙ্গত, ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখন সমীর ওয়াংখেড়ে এনসিবি কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। কয়েক সপ্তাহ কারাগারে কাটানোর পর ওই মামলায় অব্যাহতি পান আরিয়ান।
আরিয়ানের প্রথম নির্মিত এই সিরিজে বলিউডের অন্দরকাহিনি ও বিতর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহসহ আরও অনেকে।
একুশে সংবাদ/এ.জে