AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইশ’ রান ছোঁয়ার আগেই অলআউট বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৩ পিএম, ৫ জুলাই, ২০২৫

আড়াইশ’ রান ছোঁয়ার আগেই অলআউট বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ভালো শুরুর পর বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।

 

শনিবার (৫ জুলাই) ম্যাচটি অনুষ্ঠিত হয় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। নির্ধারিত ৫০ ওভার না খেলেই ৪৫.৫ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

 

টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত খেললেও আজ ব্যর্থ তানজিদ তামিম। আসিথা ফার্নান্দোর বলে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

 

তামিমের বিদায়ের পর হাল ধরেন পারভেজ ইমন ও নাজমুল হোসেন শান্ত। তবে থিতু হয়েও শান্ত ইনিংস বড় করতে পারেননি। চারিথ আসালঙ্কার বলে ১৯ বলে ১৪ রান করে আউট হন তিনি।

 

এদিন বেশ মনোযোগী ব্যাটিং করেন পারভেজ ইমন। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন এই তরুণ ওপেনার। তবে ৬৯ বলে ৬৭ রান করে তিনিও বিদায় নেন ইনিংস মেরামতের মাঝপথেই।

 

অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ খেলতে নামা মেহেদী হাসান মিরাজ আবারও ব্যর্থ। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই অলরাউন্ডার এবার করেন মাত্র ৯ রান।

চলতি ম্যাচে মিডল অর্ডারে সুযোগ পাওয়া শামীম হোসেন ভালো শুরুর পর ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২৩ বলে ২২ রান করে তিনি ফিরে যান। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়লেও জাকের আলীর (২৪) বিদায়ের পর আবারও ধস নামে।

 

মাত্র ১৪ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ দিকে তানজিম সাকিব ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকলেও দলকে বড় স্কোর এনে দিতে পারেননি।

 

সবমিলিয়ে ২৪৮ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে সফল বোলার ছিলেন আসিথা ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা।

 

একুশে সংবাদ//র.ন

Link copied!