AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানবন্ধন


Ekushey Sangbad
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৫:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
রায়গঞ্জে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানবন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীন দ্বারা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলাপরিষদের সামনে ধানগড়া-কাঠেরপুল রাস্তায় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম ও ইসরাইল গং দের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লিখন সরকার, শরিফুল ইসলাম ও ফারুক হোসেন বলেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম ও অন্যান্য ব্যক্তিগণের বাপ দাদার জমিতে কথিত ভূমিহীনরা খাস জমি দাবি করে জমি দখল করার উদ্দেশ্যে আইন অমান্য করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে আসছে।

এছাড়াও ইউপি সদস্যকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আক্ষা দিয়ে বিভিন্ন তফদরে লিখিত অভিযোগ দেয়। এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ভূমিহীনদের দাঙ্গা হাঙ্গামার হাত থেকে রক্ষা পেতে স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানবন্ধনে প্রায় ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জোরদার ও স্থানীয় ভূমিহীন দাবি করা ব্যক্তিদের মাঝে জমিজমা সংক্রন্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো । এ বিষয়ে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারী রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে রেকর্ডীয় সম্পত্তি রেকর্ডীয় প্রজাগণ ভোগ দখল করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

একুশে সংবাদ/সা.ই.উ/সা.আ
 

Link copied!