কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অল ওয়েদার সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাকিব (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ময়মনসিংহের কোতোয়ালি থানার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে যাচ্ছিলেন। পথে বাইশ মিটার ব্রিজ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই রাকিব মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে