আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ রোববার সকালে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতকে কেন্দ্র করে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে জেলার তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এমন ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মোনাজাত শেষে আজ দুপুর ২টার পর সড়কগুলো আবারও খুলে দেয়া হবে।
এরআগে, শনিবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়ক বন্ধ রয়েছে। তবে এসব সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন চলতে পারবে। এছাড়া জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মী বা বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

