AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোয়াখালীতে দুই ‍‍`কিশোর গ্যাংয়ের‍‍` সংঘর্ষে তরুণ নিহত, আহত ৪


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
০৯:০০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৪

নোয়াখালীতে দুই ‍‍`কিশোর গ্যাংয়ের‍‍` সংঘর্ষে তরুণ নিহত, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে সৌরভ হোসেন সাজ্জাদ নামে এক তরুণ নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

নিহত সৌরভ হোসেন সাজ্জাদ নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সবুজের ছেলে। আহতরা হলেন— নাজিম উদ্দিন (১৮), মো. রাকিব (২৫), মো. রিয়াদ হোসেন (২২) ও মো. রাজীব হোসেন (২৪)।

আহতদের প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন– রাকিব উদ্দিন (২৫), রিয়াজ উদ্দিন (২৩) ও আরিফ উদ্দিন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়ান্নই ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিফাত ও রিয়াদ নামে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলে আসছে। আজ দুপুরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদসহ পাঁচজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। বাকি চাজেনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সংঘর্ষে জড়ানো দুই পক্ষই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়ান্নই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ কর্মী আশরাফুল করিম বাবুর অনুসারী হিসেবে পরিচিত। আটক তিনজনকে থানায় জিজ্ঞসাবাদ চলছে। ঘটনা সঙ্গে জড়িত অন্যদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায়  থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

তবে এ বিষয়ে আশরাফুল করিম বাবুর বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!