AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে সরিষা চাষে লাভবান কৃষক


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৩:০০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৪
শেরপুরে সরিষা চাষে লাভবান কৃষক

শেরপুরে দিন দিন কৃষকদের মাঝে বাড়ছে সরিষা চাষের আগ্রহ। যার ধারাবাহিকতায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষার আবাদ হয় শেরপুর জেলায়।

গত মৌসুমে শেরপুর জেলার ১২ হাজার ৭০ হেক্টর জমিতে সরিষার চাষ করে ছিলেন কৃষকরা। দামও পেয়েছেন ভাল। তাই এবার ১৮ হাজার ৫৬১ হেক্টর জমিতে এ তেলবীজের চাষ হয়েছে। যেখানে ২৪ হাজার ৩১৫ টন সরিষা পাওয়ার আশা কৃষি বিভাগের।

আমন ধান কাটার পর জমি তৈরি করে আবাদ করা হয় সরিষা। বাড়তি সেচ, সার ও কীটনাশক ব্যবহারের করতে হয় না বলে কৃষকের খরচও কম হয় বলে জানান। এছাড়া দুই মাসের মধ্যে ফলন ঘরে তোলা যায়। প্রতি বিঘায় সরিষা চাষ করতে কৃষকের ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা খরচ হলেও আয় হয় ১০ থেকে ১২ হাজার টাকা।

কৃষকরা বলেন, লাভ বেশি হওয়ায় সবাই এখন সরিষা চাষে আগ্রহী হচ্ছে। সার, কীটনাশক কিছুই লাগে না। আমন ধান কাটার পর সরিষা লাগানো হয়েছে। আশা করি এবারও ফলন ভাল হবে।

শেরপুরে জেলা সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদী তে বেশ কিছু এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, সরিসা ফুলের বাগান এ পরিনত হয়েছে।

দেশে তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তার পাশাপাশি নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তারা।

শেরপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‍‍`গত বছরের তুলনায় প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর বেশি আবাদ হয়েছে। উঠান বৈঠক ও বিভিন্ন কৃষক প্রশিক্ষণের মাধ্যমে এ সরিষা আবাদ বেড়েছে।‍‍`

চলতি বছল জেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০ হাজার কৃষককে সরিষা বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, এবছর যে সরিষা উৎপাদন হয়েছে তা জেলার ৬৬ শতাংশ তেলের চাহিদা পূরণ করবে বলে আশা করছি।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!