রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মোঃ হযরত আলী মোল্যা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকার মো. সাত্তার মোল্যা`র ছেলে। গোয়েন্দা পুলিশ জানায় হযরত আলী মোল্যা একজন মাদক কারবারি।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান।
বিজ্ঞপ্তিতে জানাযায় রোববার সকাল ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি টিম উপজেলাধীন দৌলতদিয়া সাকিনস্থ জনৈক গোলজার হোসেন এর আশা বোডিংয়ের সামনে ইটের রাস্তার উপর হতে তাকে ১শ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃত আসামি মোঃ হযরত আলী মোল্যা`র বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানাযায়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আরও জানান গ্রেপ্তারকৃত মাদক কারবারি`র বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ