লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবন (ঈগল প্রতীক) প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এতে নির্বাচনে অংশগ্রহণ করতে পবনের আর কোনো বাধা নেই।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
প্রার্থিতা ফিরে পেয়ে পবন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, মো. হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হুমকি দেয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেন।
একুশে সংবাদ/র.জ.প্র/জাহা