AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৬:২৪ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
জুড়ীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) উপজেলা সদরের জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

 

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারি কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস।

মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ইসহাক আলী।


নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের উচ্ছাস ব্যক্ত করে বলেন, বছরের প্রথম দিনে নতুন বই ও নতুন শিক্ষা কারিকুলাম তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। পড়ালেখায় আগ্রহ বাড়বে।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব পালিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, মাধ্যমিক পর্যায়ের সকল বই এখনো এসে পৌঁছায়নি। প্রাথমিকের শতভাগ বই এসে পৌঁছেছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!