AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে নৌকার সমর্থককে জরিমানা ও অতিরিক্ত ক্যাম্প অপসারণ


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৯:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৩
গোদাগাড়ীতে নৌকার সমর্থককে জরিমানা ও অতিরিক্ত ক্যাম্প অপসারণ

 রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে  আজ গোদাগাড়ী উপজেলায় নৌকার সমর্থিত প্রার্থীসহ ৫ জনকে অর্থদন্ড ও ১৭ টি অতিরিক্ত ক্যাম্প ও ৭ শতাধিক পোস্টার অপসারণ করা হয়েছে। 

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত     অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ও জেলা নির্বাহী অফিসার সাকিব হাসান খাঁন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলার 

 দেওপাড়া ইউনিয়ন এর রাজাবাড়ি এলাকায় নৌকা প্রতীকের সমর্থিত আসাদুল হক নামের ব্যাক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মাটিকাটা ইউনিয়ন ও গোদাগাড়ী পোরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬ ধারা অনুযায়ী ৫ জনকে ৫ টি মামলায় মোট সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে অতিরিক্ত ১৭ টি ক্যাম্প অপসারণসহ বিধি বহির্ভূত সাত শতাধিক পোস্টার অপসারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!