AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ের উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৬:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়ের উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে একটি পরিত্যক্ত মর্টারসেল ধ্বংস করেছে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মর্টারশেলটি ধ্বংস করা হয়। ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

আজ সকালে ১৪ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয় থানা পুলিশ ও বিজিবির সহযোগিতায় দুপুর ১টা ৩৫ মিনিটে সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করতে সক্ষম হয়। এ সময় ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব এবং এমোনিশন ব্যাটালিন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ উপস্থিত ছিলেন।

তারা জানান, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম (ইড়সন গখ ২” ঐঊ’)।  মর্টারশেলটিতে মরিচা ধরার কারণে তৈরি বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্স এর একটি পাথরের সাইটে মর্টারশেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় এক শিশু সেটি নিয়ে খেলার সময় স্থানীয়দের খবরের প্রেক্ষিতে সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা বোমাটি নিষ্ক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টারশেলটি। এ সময় শত শত স্থানীয় দর্শনার্থী ভিড় করেন।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
 

Shwapno
Link copied!