আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে শেষ দিনে ১জন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) এক জন প্রার্থী নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ জাকের পার্টির প্রার্থী সুরুজ আলী মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে নেত্রকোনা -৩ সংসদীয় আসনে প্রতিদ্ধন্ধি প্রার্থীর বর্তমান সংখ্যা রইল ৬ জন। এর আগে এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সহ মোট ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে,নেত্রকোনা -৩ আসনে প্রতিদ্ধন্দ্বি প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ।স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুর কাদের কোরায়েশী,সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামীলীগ মনোনীত দশম জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞা, ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশাম সারোয়ার, তৃনমুল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্ধন্ধি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

