AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শালিখায় বৃষ্টিতে সরিষার ক্ষতির আশঙ্কা


Ekushey Sangbad
শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
০৩:৫৫ পিএম, ৭ ডিসেম্বর, ২০২৩
শালিখায় বৃষ্টিতে সরিষার ক্ষতির আশঙ্কা

মাগুরার শালিখা উপজেলায় গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রবি শস্যসহ শীতকালীন সবজি ও বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও সরিষাতে আশার আলো দেখছিলেন কৃষকেরা। কিন্তু বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে সরিষা ক্ষেতে পানি জমায় সে আসা কিছুটা ফিকে হয়ে গেছে কৃষকের। এখন তারা সরিষার ক্ষতির আশঙ্কা দেখছেন।

উপজেলা কৃষি দপ্তর থেকে জানা যায়, উপজেলায় এবার চলতি মৌসুমে ৬ হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের কৃষক আশরাফুল আলম বলেন, পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি, প্রায় জমিতেই সরিষায় ফুল এসেছে কিন্তু দুইদিন ধরে বৃষ্টিতে সরিষার ক্ষতি হতে পারে।

অপর কৃষক আসাদ মোল্যা বলেন, এবারও ৫ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ভালো ফলনের আশাও দেখছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সরিষা খেতে পানি জমলে সরিষা ঘরে উঠবে কিনা সে আশঙ্কা করছি।

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন বলেন, উপজেলায় এবার ৬ হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এর মধ্যে এক তৃতীয় অংশ জমিতে ফুল এসেছে। বৃষ্টি শেষ না হলে ক্ষতির সম্ভাবনা আছে।


একুশে সংবাদ/ম.ই.প্র/জাহা

Link copied!