ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে পাবনার ভাঙ্গুড়ায় আকাশ মেঘলা রয়েছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও শীতের দেখা নেই।
গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা যায়। তবে আজ বৃষ্টি না হলেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জানান, জেলার আকাশ মেঘলা রয়েছে। অনেক উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

