আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ বৃহস্পতিবার শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ছয় বারের এমপি মোঃ আব্দুস শহীদ ও ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসেন।
সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের কাছে মনোনয়ন জমা দেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।
মৌলভীবাজার জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ দিন মোট ৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাঁরা হলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মো. মস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ইসলামী ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী এবং ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন।
একুশে সংবাদ/ন.দা.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

