কুড়িগ্রামের উলিপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান নয়ন(৩৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়েছে। আটককৃত মিজানুর রহমান নয়ন পৌরসভার নাওডাঙ্গা এলাকার আব্দুল মোত্তালেবের ছেলে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দুর্গাপুর বাজার থেকে মিজানুর রহমান নয়নকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

