নানা আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সমৃদ্ধি ডায়াগনস্টিক ও ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, ফ্রি চিকিৎসার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিমাগঞ্জ রোডে সমৃদ্ধি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ডাঃ সাজেদুল ইসলাম সুজন, সাবেকটি এস ও ডা. হাবিবুর রহমান. বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কোভিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ডায়াবেটিকস রোগের নিয়ন্ত্রণ এবং শারীরিক বিভিন্ন সমস্যা দিয়ে নিয়ন্ত্রণের উপর নানা আলোচনা করেন।
একুশে সংবাদ/ম.স.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

