AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ সদস্যের ‘মিস ফায়ারে’ গুলিবিদ্ধ ওসি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৪:০২ পিএম, ৩১ অক্টোবর, ২০২৩

পুলিশ সদস্যের ‘মিস ফায়ারে’ গুলিবিদ্ধ ওসি

সিলেটে এক পুলিশ সদস্যের শটগানের ‘মিস ফায়ারে’ গুলিবিদ্ধ হয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা। তবে ওসির আঘাত গুরুতর নয় এবং তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি-জামায়াতের অবরোধে দায়িত্ব পালনকালে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় দায়িত্ব পালন করছিলেন মো. শামসুদ্দোহাসহ পুলিশ সদস্যরা। সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করছেন বলে খবর পেয়ে সেদিকে শামসুদ্দোহাসহ অন্যরা যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত ‘মিস ফায়ার’ হয়। এতে শামসুদ্দোহার হাতে কিছুটা জখম হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত মিস ফায়ারে তিনি (ওসি) সামান্য আহত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন।

এদিকে ওসি মো. শামসুদ্দোহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, তিনি দায়িত্ব পালন করছেন।


একুশে সংবাদ/এসআর

Link copied!