সিলেটের জৈন্তাপুরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশ জানায়, সকাল ৯টায় সিলেট থেকে জাফলং অভিমুখী একটি পিকআপ সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খোলা পিকআপটিতে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন পর্যটক। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোরের অল্প বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা