গত ৬ অক্টোবর দিবাগত রাতে পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহনের দায়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রাবেল শেখ ওরফে রাসেল (২৯) নামে রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। রাসেল বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে।
রবিবার (১৫ অক্টোবর) বিকালে অসুস্থ হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, `কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর দিনগত রাতে পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহনের দায়ে রাবেল শেখ ওরফে রাসেলকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
একুশে সংবাদ/বিএইচ/এসআর