ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে কুমার নদে শিশু পুত্রের সামনে বাবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শশুর বাড়ি বেড়াইতে এসে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ অক্টবর) দুপুর ১:৩০ মিনিটের সময় তার মৃত্যু হয়। নিহতের নাম মনির হাওলাদার (৩০) তিনি উপজেলার চন্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের সানো হাওলাদারের ছেলে। নিহত মনির ঘারুয়া গ্রামের স্বপন শিকদারের মেয়ের জামাই।
এলাকাবাসী জানায়, নিহত মনির, শুক্রবার দুপুরে শিশু পুত্র কে নিয়ে নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নেমে পড়ে গিয়ে আর উঠতে পারে নাই মনির। শিশু পুত্রের সামনে তলিয়ে যেতে থাকলে শিশু পুত্র ভয়ে দৌড়ে বাড়িতে এসে খবর দেন তার বাবা পানিতে পড়ে গেছে। শ্বশুর বাড়ির লোকজন উদ্ধারের জন্য দৌড়ে গিয়ে নদীর ঘাটে তল্লাশি করে তাৎক্ষণিক তাকে পাওয়া যায়নি। ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর ঘাট থেকে প্রায় ১০০ গজ উত্তরে ঘারুয়া ব্রিজের নিচে জঙ্গলের ভিতর থেকে মনিরকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী।
মনিরের সাত বছরের একটি ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

