AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়েল


Ekushey Sangbad
রাঙামাটির জেলা প্রতিনিধি
০৩:০২ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়েল

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়েল (জলকপাট) এর গেট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি বের হচ্ছে। যা কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রতিটি গেইট ৬ ইঞ্চি করে ১৬টি গেট দিয়ে পানি ছাড়া শুরু করে কর্তৃপক্ষ।

 

পানির স্তর আরও বাড়লে জলকপাট খোলার পরিমাণ আরো বাড়াতে হতে পারে বলে জানায় পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

 

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

 

তিনি জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাই হ্রদের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের নিমিত্তে কাপ্তাই স্পিলওয়েল ১৬টি গেইটের মাধ্যমে পানি ছাড়া শুরু করা হয়েছে।

 

এ ছাড়া তিনি আরও জানান, ইতিমধ্যে পানি ছাড়ার বিষয়টি অবগত করে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের জানানো হয়েছে।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন জানান, জেলা প্রশাসকের নির্দেশে কাপ্তাই বাঁধের স্পিলওয়েল এলাকা পরিদর্শন করেছি এবং জলবিদ্যুৎ কর্তৃপক্ষ সকালে বাঁধ খুলে দিয়েছি। যা দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারণ করেছে।

 

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সী লেভেল)। যেখানে গত বৃহস্পতিবার হ্রদে পানির পরিমাণ ছিলো ১০৭.৫৪ এমএসএল।

 

এদিকে কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

 

Link copied!