জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ডাক্তার মুরাদ হাসান এমপি। শুক্রবার সন্ধ্যায় দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি জেলা মহাসড়ক (জেড় ৪০২৩) উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাগুরিয়াপাড়া এলাকায় আলোচনা সভায় দিগপাইত শামসুল হক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, শামিউল ইসলামসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-জিএস রাজন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :