AB Bank
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

শাপলা ফুল তুলতে গিয়ে শিশুর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ফরিদপুর
০৩:২৯ পিএম, ৩১ আগস্ট, ২০২৩
শাপলা ফুল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথায় শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দিপ্ত মন্ডল (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বুধবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে বিল থেকে ওই স্কুল শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

 

নিহত দিপ্ত মন্ডল ওই গ্রামের কৃষক নিত্য মন্ডলের একমাত্র ছেলে। দিপ্ত স্থানীয় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র।

 

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলের মতো হয়ে গেছেন তার মা-বাবা। ছোট্ট শিশুর এমন মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহত শিশুর চাচা হৃদয় মন্ডল ও স্থানীয়রা জানান, ভাতিজা দিপ্ত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়িতে আসে। পরে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সামনে বিলের মধ্যে একটি ডোঙায় চড়ে একা একা শাপলা তুলতে যায়। কিন্তু শাপলা তুলে বাড়িতে ফিরে আসা দেরি হওয়ায় দিপ্তর মা রিতা মন্ডল বিলের পাড়েতে গিয়ে দেখেন তার সেন্ডেল ভাসছে। এমন অবস্থায় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন বিলের পানিতে নেমে দিপ্তর নিথর দেহ উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন

 

একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

Link copied!